শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৯, ১২ নভেম্বর ২০২৫

আগামী নির্বাচনে জয়ী হলে দৌলতখানকে মাদকমুক্ত করা হবে: হাফিজ ইব্রাহিম

আগামী নির্বাচনে জয়ী হলে দৌলতখানকে মাদকমুক্ত করা হবে: হাফিজ ইব্রাহিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, “আগামী নির্বাচনে জয়ী হলে আমার প্রধান কাজ হবে দৌলতখানকে মাদকমুক্ত করা।”

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ভোলার দৌলতখানে তাঁকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফিজ ইব্রাহিম বলেন, “মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। ভোলায় গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয় তরুণদের কর্মসংস্থান হয়। এছাড়া ভোলা-বরিশাল সেতু ও ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিও বাস্তবায়ন করা হবে।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহাজাহান সাজু ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ মো. ছিদ্দিক