‘সবাই বিবাহিত হওয়ায় পরীক্ষায় পাশ করেনি’

পিরোজপুরের দুটি বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। চলতি বছরের ফলাফলে এ তথ্য জানা গেছে। বিদ্যালয় দুটি হলো: পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
জুজখোলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার জানান, ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সবাই ফেল করেছেন। তার মতে, ছাত্রীদের বিবাহিত হওয়ায় ক্লাসে আসতে সমস্যা হয়েছে, যার কারণে পড়াশোনায় ব্যর্থতা হয়েছে।
অন্যদিকে, মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলো, যাদের মধ্যে ৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গ্রামীণ পরিবেশের কারণে নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত রয়েছে যা ফলাফল প্রভাবিত করেছে।
এক অভিভাবক সুমন বিদ্যালয়ের খারাপ অবকাঠামো এবং বৃষ্টির সময় ক্লাসের পরিবেশ অনুপযোগী হওয়ার বিষয়টি তুলে ধরেছেন এবং শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি বেশি মনোযোগের দাবি জানান।
পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আজিজী বলেন, বিষয়টি সম্পর্কে এখনো তারা কোনো তথ্য পাননি, খোঁজ নিয়ে পরে জানানো হবে।
মোটের উপর, বিদ্যালয় দুটির অবহেলা, অনিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ও অনুপযুক্ত শিক্ষার পরিবেশের কারণে পরীক্ষায় শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারেনি বলে মনে করা হচ্ছে। সূত্র: কালবেলা