বিপৎসীমার ওপরে মুহুরী ও সিলোনিয়ার পানি, ভয়াবহ বন্যার শঙ্কা

ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার যথাক্রমে ৩২ ও ৮১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং জেলায় বন্যা পরিস্থিতি বড় ধরনের অবনতি ছাড়াই স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
বুধবার সন্ধ্যায় (৯ জুলাই) বাপাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলো-বিশেষ করে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা আগামী এক দিনে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি করেছে।
ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপরে থাকলেও আগামী ২৪ ঘণ্টায় পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে পানি হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা ভারী এবং পরবর্তী দুই দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
চট্টগ্রাম জেলার হালদা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তবে পরে পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীর পানি সমতল বাড়ছে, তবে মাতামুহুরী নদীর পানি কমছে। আগামী এক দিনে গোমতীর পানি আরও বাড়তে পারে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি এখন স্থিতিশীল, তবে আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তিন দিন পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়ছে এবং এই প্রবণতা পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, যদিও তা বিপৎসীমার নিচে থাকবে।
সুরমা নদীর পানি কমছে, কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় তিন দিন পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানায় বাপাউবো।- সূত্র: ঢাকা পোস্ট