শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৯ জুলাই ২০২৫

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

নগরজুড়ে এমন দুর্ঘটনা নতুন নয়। খাল ও নালায় পড়ে এর আগেও শিশু ও বড়দের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৮ এপ্রিল রিকশা থেকে পড়ে উন্মুক্ত নালায় তলিয়ে যায় ছয় মাস বয়সী শিশু সেহরীস। তার মরদেহ উদ্ধার হয় পরদিন চাক্তাই খাল থেকে।

২০২১ সালের আগস্টে মুরাদপুরে সবজি বিক্রেতা সালেহ আহমেদ, সেপ্টেম্বরের শেষে আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া ও ডিসেম্বরে ষোলশহরে শিশু কামাল, সবারই মৃত্যু হয় এ ধরনের দুর্ঘটনায়।

২০২৩ সালের আগস্টে রঙ্গীপাড়ায় ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত নালায় পড়ে যায় এবং ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নগরের নালা-নর্দমা ব্যবস্থাপনার অব্যবস্থাপনা ও উন্মুক্ত স্থানে নিরাপত্তাব্যবস্থা না থাকায় এসব দুর্ঘটনা বারবার ঘটছে। প্রতিটি ঘটনায় প্রশাসনের আশ্বাস মিললেও বাস্তবে কার্যকর প্রতিরোধ দেখা যায় না বলে অভিযোগ নগরবাসীর।

হালিশহরে নিখোঁজ শিশুর সন্ধানে এখনো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা আশঙ্কায় দিন কাটাচ্ছেন, কবে এই মৃত্যুকূপগুলো সুরক্ষিত হবে।