রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৫, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:২৬, ১৫ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র: উপদেষ্টা আসিফ

রাঙামাটিতে হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র: উপদেষ্টা আসিফ
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং অচিরেই তা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। 

এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য জেলাগুলোতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ভাষাভাষী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা দেশের সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রাথমিকভাবে কেন্দ্রে ফুটবল, জিমন্যাস্টিক্স, আর্চারি, বক্সিং, জুডো, কারাতে ও তায়কোয়ান্ডো খেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আশা করছে, এই কেন্দ্র পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ দেবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্যকে আরও সমৃদ্ধ করবে।

মো. নাজমুল হোসেন ইমন/সদ্য সংবাদ