রাঙামাটিতে হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র: উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং অচিরেই তা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য জেলাগুলোতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ভাষাভাষী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা দেশের সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রাথমিকভাবে কেন্দ্রে ফুটবল, জিমন্যাস্টিক্স, আর্চারি, বক্সিং, জুডো, কারাতে ও তায়কোয়ান্ডো খেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আশা করছে, এই কেন্দ্র পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ দেবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্যকে আরও সমৃদ্ধ করবে।
মো. নাজমুল হোসেন ইমন/সদ্য সংবাদ



























