শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ৭ জুলাই ২০২৫

তুহিন হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড

তুহিন হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। রিমান্ড শুনানির সময় আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি হাজির ছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ জুন রিমান্ড শুনানির দিন ধার্য থাকলেও হাইকোর্টে জামিন আবেদন বিচারাধীন থাকায় আদালত শুনানি পিছিয়ে ৭ জুলাই তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৩ সালের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক তুহিন (৩৬)। ওই ঘটনার প্রায় দুই মাস পর, ১৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভী ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিন আবেদন পেন্ডিং থাকায় রিমান্ড শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। আদালত সেই আবেদন গ্রহণ না করে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আসামিপক্ষ রিমান্ড পেছানোর আবেদন জানালেও আদালত তা গ্রহণ না করে শুনানি সম্পন্ন করেন এবং দুই দিনের রিমান্ড আদেশ দেন।