শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:০৮, ৪ অক্টোবর ২০২৫

বাউফলে শিক্ষার্থীদের উপহারে আবেগে ভরা ঘর পেলেন প্রিয় শিক্ষক! 

বাউফলে শিক্ষার্থীদের উপহারে আবেগে ভরা ঘর পেলেন প্রিয় শিক্ষক! 
ছবি: সংগৃহীত

বাউফলের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমল কুমার দত্ত (৮৫) আজ শুক্রবার (৩ অক্টোবর) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত একটি পাকা ঘর উপহার পেয়েছেন। বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ঘরটি তার হাতে হস্তান্তর করা হয়।

অমল কুমার দত্ত বিদ্যালয়ের সবার প্রিয় শিক্ষক ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে নিজের উপার্জনের টাকায় কখনো ভালো একটি ঘর নির্মাণ করতে পারেননি, তাই বহু বছর ধরে তিনি জরাজীর্ণ ঘরে বসবাস করছিলেন। তার এই অসহায় অবস্থার কথা শুনে প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসেন এবং ভালোবাসার নিদর্শন হিসেবে মিলিত হয়ে একটি পাকা ঘর নির্মাণ করে দেন।

অমল কুমার দত্ত ১৯৭০ সালে কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং ৪১ বছর শিক্ষকতার পর ২০১১ সালে অবসর গ্রহণ করেন। অবসরের পর একাকী জীবনযাপন করছিলেন। ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তাদের উপহারের এই ঘর আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ছাত্রদের সঙ্গে পড়াশোনার পাশাপাশি সবসময় আনন্দ ভাগ করে নিয়েছি, কখনো কাউকে অবহেলা করিনি।’

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাজাহান ফরাজী বলেন, ‘শিক্ষক ছিলেন সবার ঊর্ধ্বে। স্কুল জীবনের শিক্ষকের প্রতি মর্যাদার নিদর্শন হিসেবে আমরা অমল স্যারের জন্য ঘর নির্মাণ করেছি। অনেক কিছু টাকার বিনিময়ে শোধ করা যায়, কিন্তু শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না। আমরা যখন স্যারকে ঝুপড়িতে থাকতে দেখেছি, তখনই মনে হয়েছিল এটি আমাদের দায়িত্ব।’

আরেক প্রাক্তন শিক্ষার্থী মো. ফয়সাল বলেন, ‘বর্তমানে শিক্ষকদের প্রতি ছাত্রদের সম্মান অনেকটাই কমে গেছে। তবে আমাদের এই উদ্যোগ দেখার মাধ্যমে বর্তমান শিক্ষার্থীরাও অনেক কিছু শিখবে। শিক্ষকদের প্রতি ছাত্রদের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানের প্রকাশ এটিই।’