বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ছবি: সদ্য সংবাদ

ঢাকা-বরিশাল মহাসড়কে চন্দ্রা পরিবহন ও গ্রীনভিউ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে মাদারীপুরের ঘটকচর ব্রিজের পশ্চিম পাশে মোল্লা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনভিউ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের বেহাল অবস্থা ও ভঙ্গুর রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক সংস্কার ও নিরাপদ চলাচলের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ