বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ১ সেপ্টেম্বর ২০২৫

চবির তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

চবির তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের সশস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত দেড় হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে স্থানীয়রা রড, রামদা ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অনেক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহতদের মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র নাইমুল ইসলাম রাফি বর্তমানে নগরের ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার মাথা, তলপেট, পা ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সঙ্কটজনক।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমকেও আইসিইউতে রাখা হয়েছে। তার মাথায় গভীর কোপের আঘাত মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। অস্ত্রোপচারের সময় তাকে অন্তত সাত ব্যাগ রক্ত দিতে হয়েছে এবং বর্তমানে পোস্ট অপারেটিভ মনিটরিংয়ে রাখা হয়েছে।

এ ছাড়া সমাজতত্ত্ব বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো. মামুনের মাথায় গুরুতর জটিলতা দেখা দিয়েছে। অতিরিক্ত রক্ত জমাট বাঁধার পাশাপাশি মাথার খুলির ভাঙা টুকরো মস্তিষ্কে ঢুকে পড়ায় তার অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খুলি অপসারণের পর পর্যবেক্ষণের জন্য অন্তত ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

আহতদের চিকিৎসা সহায়তা তদারকি করছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা পাচ্ছেন। তবে অনেকের অবস্থা গুরুতর।’

সর্বশেষ