ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ ৪ জনের নামে চার্জশিট

যশোরের ঝিকরগাছায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা সহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ এ চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন-গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন এবং উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। চারজনই বর্তমানে কারাগারে আছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটক আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী শিশু সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়ি বেনাপোল থেকে মনিরামপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে গদখালী বাজারে ইয়াসিন আরাফাতের সঙ্গে পরিচয় হয় তার। কথা বলার একপর্যায়ে বেড়ানোর কথা বলে আরাফাত ওই নারীকে জাবেদ হোসেনের মোটরসাইকেলে তুলে দেন। তাদের পেছনেই অপর তিন আসামি অন্য মোটরসাইকেলে যায়। এরপর জাবেদ নিজের গ্রামের লিচু বাগানে নিয়ে গেলে চারজন মিলে তাকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই নারী ও তার শিশুকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং আসামিদের আটক করে।
ঘটনার পর ছাত্রদল অভিযুক্ত দুই নেতাকে বহিষ্কার করে। এ নিয়ে যশোর ও ঝিকরগাছায় টানা কয়েকদিন শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ভুক্তভোগীর চিকিৎসা ও বিচার নিশ্চিতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার বাড়িতেও যান।