বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ৩০ জুলাই ২০২৫

নাগেশ্বরীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নাগেশ্বরীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষাক্ত সাপের কামড়ে বায়েজ উদ্দিন (৪৫) নামে এক সাপুড়ে মারা গেছেন। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বায়েজ উদ্দিন একই ইউনিয়নের ডাক্তার পাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় সাপুড়ে ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষধর সাপ দেখা গেলে বায়েজ উদ্দিনকে খবর দেওয়া হয়। তিনি গিয়ে সাপটি ধরেন এবং কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখার পর বস্তুায় ভরাতে গেলে সাপটি তার হাতে কামড় দেয়।

কিছুক্ষণ পর বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

সম্পর্কিত বিষয়: