নাগেশ্বরীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ৩৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমদ। তিনি প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের নিষ্ঠা, পরিশ্রম ও মেধার জন্য আজকের এই সম্মান। এই ধারাবাহিকতা ধরে রেখে আগামীতেও আরও বড় কিছু অর্জন করতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হাসান, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হাসান, সমাজসেবা কর্মকর্তা জামাল হাসান, বিআরডিবি কর্মকর্তা মো. মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাফাখ্খারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ এবং উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ দেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।