বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২৯ জুলাই ২০২৫

কুড়িগ্রামে জোবায়ের হত্যার এক বছরেও গ্রেপ্তার হয়নি কেউ

কুড়িগ্রামে জোবায়ের হত্যার এক বছরেও গ্রেপ্তার হয়নি কেউ
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের চিলমারীতে মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি এজাহারভুক্ত আসামিরা। তদন্তে নেই দৃশ্যমান অগ্রগতি। সেই ভয়াল রাতের রহস্য আজও অজানা। নিহত জোবায়েরের পরিবার ও এলাকাবাসী ক্ষোভ আর আহাজারি নিয়ে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে চিলমারী উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধনে অংশ নেন।

সকাল ১১টায় শুরু হওয়া এই মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। ব্যানার হাতে নিয়ে তারা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। বক্তব্য দেন নিহত জোবায়েরের বাবা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুল জলিল, বড় ভাই জিয়াউর রহমান জিয়া, সাবেক যুবদল নেতা আবু সাঈদ হোসেন পাখি, তাইবুর রহমান, যুবনেতা আশরাফুল আলম বকুলসহ অনেকে।

বক্তারা বলেন, “এক বছর আগে হত্যার পর মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আমরা আগেও মানববন্ধন করে ৭ দিনের সময় দিয়েছিলাম। কোনো অগ্রগতি না হওয়ায় এবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও কঠোর হবে।”

তারা আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। বিচারের আশায় বারবার পথে নামতে হচ্ছে আমাদের।”

পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি বর্তমানে রংপুর পিবিআই তদন্ত করছে। ২০২৩ সালের ১৯ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন জোবায়ের আমিন। একদিন পর ব্রহ্মপুত্র নদে ভেসে ওঠে তাঁর বিকৃত লাশ। পরিবার তখনই এটি হত্যাকাণ্ড বলে দাবি করে এবং চিলমারী মডেল থানায় মামলা করে।

মামলায় নাম উল্লেখ করা হয় সাইনান স্বচ্ছ (২১) ও ইউসুফ আহম্মেদ জায়েদ (২১)-এর বিরুদ্ধে, এছাড়াও আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়। কিন্তু মামলার এক বছর পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সম্পর্কিত বিষয়: