বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ২৯ জুলাই ২০২৫

ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার সময় আটক ২

ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার সময় আটক ২
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার সময় দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা, পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেল তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং একই এলাকার আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর রহমান এলাকাবাসীকে চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। সোমবার তিনি রংপুর থেকে মুশফিককে নিয়ে সাইফুর রহমানের বাড়িতে গিয়ে তার স্ত্রী মিনারা খাতুনের কাছে চাকরির আশ্বাস দিয়ে ২ লাখ টাকা দাবি করেন এবং একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর চাইলে সন্দেহ হয়।

পরিস্থিতি বেগতিক দেখে মিনারা খাতুন স্বামী ও প্রতিবেশীদের খবর দেন। লোকজন জড়ো হলে প্রতারকরা পালাতে চেষ্টা করেন। স্থানীয়রা তাদের ফুলকুমার নদীর পাড় থেকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় দুই প্রতারককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মুশফিক এর আগেও রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র‍্যাবের হাতে আটক হয়েছিলেন।

সম্পর্কিত বিষয়: