কলার ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর মৃতদেহ, অতঃপর...

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভিডিও ও স্থানীয়দের নজরে আসে কলার গাছের গুঁড়ি ধরানো ভেলায় এক শিশুর মৃতদেহ ভাসা। ঘটনাস্থলে পৌঁছে লাশের সঙ্গে একটি চিরকুট ও একটি মোবাইল নম্বর পাওয়া যায়।
স্থানীয় কলেজছাত্র ফারুক খান মোবাইল নম্বরে যোগাযোগ করলে ফোনে সাড়া দেয় অনকু দাস নামে এক ব্যক্তি, নিজেকে মৃত শিশুটির মামা পরিচয় দিয়ে জানান — শিশুটি সুমিত দাস, বয়স প্রায় ৬ বছর। তিনি জানান, ১০ জুলাই সাপের কামড়ে সুমিত মারা যাওয়ার পর পরিবারের বিশ্বাস অনুযায়ী কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। আশা করা হয়েছিল শিশুটি নতুন করে জীবন ফিরে পাবে, তাই কেউ ভেলা আটকায়নি।
আপনজন ও স্থানীয়রা জানান, মৃতদেহটি চাটাই, চাদর ও মশারি দিয়ে ঢেকে রাখা ছিল, শুধুমাত্র মুখ দৃশ্যমান ছিল। চিরকুটে স্বীকৃত ঠিকানায় ডেকাবঘাট লালবাড়ি, আসাম, ভারত উল্লেখ করা ছিল। শিশুটির বাবা–মায়ের নাম ছিল যথাক্রমে অনকুমনি দাস ও পদ্মা দাস।
এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর জানান, বিষয়টি পরে জানা গেছে এবং অবাক হয়েছেন যে পরিবার দেহ ভাসিয়ে দিয়েছিল। পরে দুধকুমার নদে এটি ব্রহ্মপুত্র নদে প্রবেশ দেখে স্থানীয়রা ভেলা ধরে না রেখে পুনরায় নদীতে দান করে।