নাগেশ্বরীতে সেনা অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযুক্ত মাদক কারবারি সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ। তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলবে।”
সেনা সূত্র জানিয়েছে, পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।