বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ২৬ জুলাই ২০২৫

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডিএমএফ দিয়ে চিকিৎসা, শ্বাসকষ্টে রোগীর মৃত্যু

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডিএমএফ দিয়ে চিকিৎসা, শ্বাসকষ্টে রোগীর মৃত্যু
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এমবিবিএস চিকিৎসক ডা. কালিপদ সরকারের অনুপস্থিতির সময় ভাড়ায় আনা ডিএমএফ পাস ছাত্রের দ্বারা চিকিৎসা নিতে গিয়ে জামাল বাদশাহ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ঘণ্টাব্যাপী অপেক্ষার পরও কোনো এমবিবিএস চিকিৎসক পাওয়া যায়নি। পরে রুবেল নামে ডিপ্লোমাধারী এক ব্যক্তি রোগীকে দায়সারাভাবে দেখেন। কিছুক্ষণের মধ্যেই জামাল বাদশাহ মারা যান।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। অনুসন্ধানে জানা যায়, দায়িত্বরত চিকিৎসক ডা. কালিপদ সরকার দায়িত্ব না নিয়ে ৫০০ টাকার বিনিময়ে ডিএমএফ পাস রুবেলকে রেখে শ্বশুরবাড়িতে যান।

হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. নাজমুল ইসলাম বলেন, “বিনা অনুমতিতে দায়িত্ব ছেড়ে যাওয়া ও অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুতর। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

সম্পর্কিত বিষয়: