চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত ১০

চট্টগ্রামের চকবাজারে এক যুবককে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় চলা এই সহিংসতায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ছাত্রদলের পরিচয়ে একদল যুবক এক তরুণকে ছাত্রলীগ কর্মী দাবি করে চকবাজার থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে ওই যুবককে তাদের কর্মী দাবি করে মুক্তির দাবি জানায়। এ সময় থানার ভেতরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুপক্ষকেই থানার বাইরে বের করে দেয় এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।
এরপরই থানার সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, চলে দুই ঘণ্টার বেশি সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।
ঘটনার জন্য একে অপরকে দায়ী করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির।
ছাত্রদলের দাবি, মহসিন কলেজের ছাত্রলীগ কর্মীদের আগের এক হামলার ঘটনায় জড়িত এক তরুণকে দেখে তারা থানায় হস্তান্তর করে। কিন্তু ছাত্রশিবির তাকে নিজেদের কর্মী দাবি করে থানায় এসে ছাত্রদলের ওপর হামলা চালায়।
অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, স্থানীয় চাঁদাবাজির একটি ঘটনায় ছাত্রদলের কর্মীরা এক মুক্তিযোদ্ধার সন্তানকে আটক করে ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে থানায় দেয়। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ছাত্রদল সশস্ত্রভাবে তাদের ওপর হামলা চালায়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে। রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।