চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
র্যাব জানায়, বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনোয়ারা বেগমের তথ্যমতে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা ব্যাগ থেকে বিশেষভাবে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ছিল বিপুল ইয়াবা ট্যাবলেট।
র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এম. আর. এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা দরে বিক্রি করতেন।
আটক নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।