চাঁদাবাজি ও খুনাখুনির রাজনীতি বন্ধ করতে হবে বিএনপিকে: হেফাজতে ইসলাম
পুরান ঢাকার মিটফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপিকে অবিলম্বে অঙ্গসংগঠনগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে।
তারা বলেন, ‘আজ বিএনপির মধ্যে আদর্শের সংকট স্পষ্ট। দলবাজি, চাঁদাবাজি ও খুনাখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। আমরা ইতোমধ্যেই এমন অমানবিক রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে এসেছি। গত বছরের জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে।’
বিবৃতিতে হেফাজত জানায়, আলেম সমাজ ও নতুন প্রজন্মই ছিল সেই ‘জুলাই বিপ্লব’-এর মূল চালিকা শক্তি। তাদের বিপ্লবী চেতনা ও আবেগ অবজ্ঞা করলে তার ফল শুভ হবে না বলে হুঁশিয়ার করে সংগঠনটি।
এছাড়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীতে ‘মূলগত সংস্কার’ আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদের ‘চিহ্নিত দোসরদের’ অপসারণ করে নতুন নিয়োগের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আইনশৃঙ্খলার অবনতি হলে সরকারের দায় এড়ানোর সুযোগ নেই।’
সর্বশেষে হেফাজত রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ছাত্র-জনতা ও জনগণকে আবারও ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানায়।



























