৯৭ মিলিয়ন ডলার পাচার: সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র
বৈদেশিক বাণিজ্যের আড়ালে প্রায় ৯৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২শ কোটি টাকা) পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁদের সহযোগীরা ১৭টি প্রতিষ্ঠান ব্যবহার করে রপ্তানির নামে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। এ অর্থ পরে দুবাইয়ের আর আর গ্লোবাল ট্রেডিং-এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাঠানো হয়।