উন্নয়ন-সংস্কারের জন্য ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান, আর দেশের উন্নয়ন ও সংস্কারের জন্য সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।