শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

রপ্তানি

রপ্তানি

তিন মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ

তিন মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ

দেশে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথগতির মধ্যেও কিছুটা স্বস্তি ছিল রপ্তানি আয় ও রেমিট্যান্সে। কিন্তু চলতি অর্থবছরের চার মাস পর রপ্তানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে। টানা তিন মাস ধরে রপ্তানি আয় কমছে। বিশেষ করে অক্টোবরে দেশের রপ্তানি আয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ পতন ঘটেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে গতকাল প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে দেশ থেকে ৩৮২ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ৪১৩ কোটি ৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সে হিসাবে গত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও রপ্তানি কমেছে।

রপ্তানিতে নিম্নমুখী ধারা অব্যাহত, দুশ্চিন্তায় রপ্তানিকারকরা

রপ্তানিতে নিম্নমুখী ধারা অব্যাহত, দুশ্চিন্তায় রপ্তানিকারকরা

টানা দুই মাস ধরে দেশের রপ্তানি আয়ে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই পতন সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, নিটওয়্যার রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ এবং বোনা পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ। তবে মাসিক পতনের পরও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সামগ্রিক রপ্তানি আয় ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।