রপ্তানিতে নিম্নমুখী ধারা অব্যাহত, দুশ্চিন্তায় রপ্তানিকারকরা
টানা দুই মাস ধরে দেশের রপ্তানি আয়ে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই পতন সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, নিটওয়্যার রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ এবং বোনা পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ। তবে মাসিক পতনের পরও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সামগ্রিক রপ্তানি আয় ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।