শিবমন্দির ঘিরে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া
সীমান্তবর্তী একটি প্রাচীন শিবমন্দিরকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক। গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। নিরাপত্তার ঝুঁকিতে পড়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন দুই দেশের প্রায় দেড় লাখ মানুষ। দ্রুত অবনতিশীল এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও চরম উত্তেজনায় পৌঁছেছে।