গণতন্ত্রে ঐক্যবদ্ধ হওয়াই দেশের ভবিষ্যৎ: অধ্যাপক আলী রিয়াজ
অধ্যাপক রীয়াজ বলেন, ‘বহু স্রোত যেন মোহনায় এসে মিলে। আমাদের অনেক স্রোত থাকলেও মোহনা একটি। সেটি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা সকলে এক জায়গায় দাঁড়িয়ে যেকোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।’ তিনি জানান, জুলাই জাতীয় সনদ কেবল রাজনৈতিক দলের মধ্যে চুক্তি নয়, এটি নাগরিক ও রাষ্ট্রের সঙ্গে একটি সামাজিক চুক্তিও। তিনি স্মরণ করান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় দেশের নাগরিকরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।