‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে আসামে তোলপাড়, রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে ভারতের আসামে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কংগ্রেসের এক সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গান পরিবেশনের ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৭ অক্টোবর) আসামের শ্রীভূমি জেলায় কংগ্রেস সেবা দলের এক সভায় কংগ্রেসের সিনিয়র নেতা বিদ্যু ভূষণ দাস উপস্থিত কর্মীদের সামনে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি পরিবেশন করেন। এরপরই রাজ্যজুড়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয়।