আগামী বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি জানান, স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর জানানো হবে।