বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৩১, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১১:৩২, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত আজ

গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত আজ

গোপালগঞ্জে বৃহস্পতিবারের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ