সাতক্ষীরায় গ্রিড ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎহীন পুরো জেলা
সাতক্ষীরা সদরের বিনেরপোতায় বিদ্যুতের মূল গ্রিড লাইনের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর ট্রান্সফরমারে আগুন ছড়িয়ে পড়লে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।