রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:৩৫, ১২ নভেম্বর ২০২৫

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে তরল কিছু ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন।

জুলাই আন্দোলনের সংগঠক আল ইমরান ইমু বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পেট্রলের গন্ধ পেয়েছি। ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়ানোর চেষ্টা করছে। আমরা ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার ওসি শামিনুল হক জানান, “ভিডিওর সত্যতা যাচাইসহ পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”