শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সাতক্ষীরা

সাতক্ষীরা

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামি। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনে দলের মনোনীত সংসদ প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।