গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামি।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনে দলের মনোনীত সংসদ প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
এর আগে বিকেল সাড়ে ৩টায় একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, এডভোকেট আব্দুস সুবহান মুকুল, এডভোকেট আজিজুল ইসলাম, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আমির মোহাম্মদ আলী, সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন, দেবহাটা উপজেলা আমির ওলিউল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চান, তবে নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।”



























