বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

যানজট

যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. দীর্ঘ যানজট, যাত্রীরা দুর্ভোগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. দীর্ঘ যানজট, যাত্রীরা দুর্ভোগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী এবং যানবাহন চালকরা। জানা গিয়েছে, বুধবার ভোররাতে মহাসড়কের মোগড়াপাড়া এলাকায় চট্রগ্রামগামী লেনে একটি যানবাহন বিকল হওয়ায় এই যানজটের সূত্রপাত। সকালে কিছুটা যানজট পরিস্থিতি কিছুটা সহনীয় হলেও দুপুর থেকে আবারও দেখা দেয় তীব্র যানজট। অসহনীয় যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পড়তে দেখা যায়। দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবোঝাই দূরপাল্লার সব যানবাহন। স্বল্প দূরত্বের যাত্রীরা উপায়ান্তর না পেয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।