ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

স্থায়ী ক্যাম্পাস ও ৬ দফা দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে উভয়মুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহিপাল ফ্লাইওভারের উত্তর অংশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে তারা শহরের হাজারি রোড থেকে পদযাত্রা করে মহাসড়কে এসে অবস্থান নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো:
১. স্থায়ী ক্যাম্পাসের দ্রুত বাস্তবায়ন
২. শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা
৩. যোগ্য, আন্তরিক ও দায়িত্বশীল উপাচার্য নিয়োগ
৪. রাজনীতি মুক্ত ক্যাম্পাস
৫. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ
৬. দায়িত্বশীল বিওটি চেয়ারম্যান নিয়োগ
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও এসব দাবির বাস্তবায়ন হয়নি। গত বছরও একই দাবিতে আন্দোলন হয়েছিল, তবে কোনো অগ্রগতি হয়নি বলে জানান তারা।
এদিকে আন্দোলনের মধ্যে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামাল উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন। বুধবার (২০ আগস্ট) রাতে বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে তিনি জানান, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, শিক্ষার্থীদের আন্দোলনের কোনো চাপ এতে নেই।
ঘটনাস্থলে উপস্থিত ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, “মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা দাবি জেলা প্রশাসকের কাছে জানানোর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
এর আগে ১৮ আগস্ট থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন।