‘জুলাই গণঅভ্যুত্থান শুধু আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম’
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, ‘এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথের দিশা দিয়েছে।’ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।