‘অদক্ষ সরকার থেকে ভালো কিছু আশা করা যায় না’

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিতর্কিত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে কাজ করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা, যা দেশের ভবিষ্যতের জন্য অশুভ বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতরখোলা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক দোয়া ও প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন। সভাটি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদের উদ্দেশ্যে আয়োজিত হয়।
ড. রিপন বলেন, ‘এই অদক্ষ সরকার দিয়ে দশ মাস কোনওভাবে চলে গেছে। যদি আরও এক বছর নির্বাচন বিলম্বিত হয়, তাহলে এই সরকার দিয়ে ভালো কিছু আশা করা যায় না।’ তিনি আরও বলেন, ‘যারা বলেন আগে বিচার, পরে নির্বাচন তাদের বলব, শেখ হাসিনার বিচার হতে হবে, জুলাই মাসে ছাত্রদের হত্যার বিচারও হওয়া উচিত।’
তিনি মনে করেন, দেশে একটি সত্যিকার অর্থে নির্বাচিত সরকার প্রয়োজন, যে সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তিনি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে দ্রুত পরিবর্তনেরও দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীমণ্ডল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লা। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তবু এবং লৌহজং থানা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন নসু।