বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ১১ জুলাই ২০২৫

পদ্মা সেতু টোলপ্লাজার সামনে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

পদ্মা সেতু টোলপ্লাজার সামনে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি ইলিশ পরিবহন, গোসাইরহাট এক্সপ্রেস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১৫ জন আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 

সর্বশেষ