‘গ্রামীণ’ নামেই নাকি মিলছে কাজ: ইলিয়াস
সাংবাদিক ইলিয়াস হোসাইন জানিয়েছেন, অনেকে তাকে ফোন করে বিভিন্ন কাজের তদবির চান, তবে তার সে ক্ষমতা নেই। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। ইলিয়াস হোসাইন বলেন, অনেকেই কাজটাজের জন্যে ফোন করেন তদবির করার জন্যে, আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না। তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দেই, কোম্পানির নামের আগে গ্রামীণ লাগায়ে দেন কাজ পেয়ে যাবেন।