‘এখন আমাকে কেউ কাজ দেয় না’, কান্নায় ভেঙে পড়লেন বর্ষা
মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী ফেসবুকে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি অভিযোগ করেছেন, এখন তাকে কেউ কাজ দেয় না। যারা তাকে কাজ দিবে, তাদেরকেও বয়কট করা হবে এ কারণে কাজ পাওয়া তার জন্য অসম্ভব হয়ে গেছে। ফেসবুকে লাইভে বর্ষা বলেন, ‘আমি বারবার মাফ চেয়েছি, আপনারা কেন আমাকে মাফ করছেন না। এবার একটু থামুন প্লিজ। আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব রয়েছে।’