এবার পর্তুগালে নিষিদ্ধ হলো বোরখা!
ইউরোপের দেশগুলোতে একে একে বোরখা নিষিদ্ধের ধারায় যুক্ত হলো পর্তুগালও। ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার পর এবার পর্তুগাল সরকার জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক, বিশেষ করে হিজাব ও বোরখা নিষিদ্ধ করার একটি আইন প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্ধ-ডানপন্থী সরকারের প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, জনাকীর্ণ স্থানে এমন কোনো পোশাক পরা যাবে না যা মুখমণ্ডল সম্পূর্ণরূপে ঢেকে দেয় এবং ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে। সরকারের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকের পরিচয় শনাক্তকরণ সহজ করতেই এ আইন পাস করা হয়েছে। নিরাপত্তা-সংক্রান্ত কারণেই আইনটি উপস্থাপন করছে বলে জানিয়েছে পর্তুগাল সরকার।