আগামীর বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই: ড্যানী
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা পৌর শহরসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি শহরের রাজুর বাজার, হৌসেনপুর, চল্লিশা, জেলা সদরসহ বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।