শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মাদকাসক্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন
মাদকাসক্তদের দ্বারা আবু আব্বাস ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী তাঈম তালুকদার তনয়কে (১৬) ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে আবু আব্বাস কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, ভর্তি হওয়ার মাত্র তিনদিনের মাথায় তনয় কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের কয়েকজন মাদকাসক্ত শিক্ষার্থীর দৌরাত্ম্যের শিকার হয়। তারা নবীনদের কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মোবাইল নিয়ে মাদকসেবন করে এবং ছাত্রীদের ইভটিজিং করে। মঙ্গলবার দুপুরে তনয়ের কাছে টাকা দাবি ও গ্রুপে যোগ দেওয়ার চাপ দিলে তনয় রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করে মাদকাসক্ত শিক্ষার্থীরা। গুরুতর আহত তনয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদকসেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ ফিরিয়ে না আনলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।



























