‘সবচেয়ে রক্তাক্ত দিন’; ভারতে লাদাখে জেন-জির বিক্ষোভে নিহত ৪
হিমালয়ের উচ্চভূমির শীতল মরুভূমি লাদাখ, যা সাম্প্রতিক ভারত-চীন উত্তেজনার কেন্দ্রবিন্দু, বুধবার জেনারেশন জেড-নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভে কেঁপে ওঠে। বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করে। লে শহরে (লাদাখের আঞ্চলিক রাজধানী) ছাত্র-তরুণসহ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ডজনাধিক আহত হয়েছেন বলে বিক্ষোভ সমন্বয়কারীরা আল জাজিরাকে জানিয়েছেন। অতিরিক্ত সেনা মোতায়েনের পর এ পরিস্থিতি সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীরও ডজনাধিক সদস্য আহত হয়েছেন।