রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:০৭, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:০৭, ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী, নিহত ১

চট্টগ্রাম নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী, নিহত ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি মনোনীত সংসদপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার চাইলত্যাতলী এলাকায় গণসংযোগ চলাকালে গুলির ঘটনা ঘটে। আহত সরোয়ারকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিএনপি জানিয়েছে, নিহত সরোয়ার তাদের দলের কেউ নন; গণসংযোগে শত শত সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার প্রতিপক্ষ সরোয়ার হোসেনের মধ্যে সংঘর্ষের জেরে গুলির ঘটনা ঘটে। এতে সরোয়ার নিহত হন এবং বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, ‘এরশাদ উল্লাহ নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করছিলেন। সভা শেষে মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ‘পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। আমি হাসপাতালে যাচ্ছি। কারা গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’

সর্বশেষ