রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৬, ২১ অক্টোবর ২০২৫

রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতিকি ছবি

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে নিচে পড়ে আকিল আহামদ (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিলাইছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকিল আহামদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত নওয়াব আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে নিচে পড়ে আকিল আহামদ গুরুতর আহত হন।সাথে সাথে তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রনি সরকার জানান, হাসপাতালে আনার আগেই আকিল আহামদ- এর মৃত্যু হয়েছিল। 

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিহত আকিল আহামদ- এর মরদেহ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো.নাজমুল হোসেন ইমন/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ