জয়-পুতুলের প্রতিষ্ঠানকে দেয়া অনুদান খতিয়ে দেখছে দুদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পরিচালিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দান ও অনুদান সংক্রান্ত নথিপত্র জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তলব করেছে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, তদন্তের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা প্রয়োজন, যা এই চিঠিতে চাওয়া হয়েছে।