এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইমামোগলুর ২৪৩০ বছরের কারাদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ
তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ এনে আদালতে তাঁর বিরুদ্ধে ২ হাজার ৪৩০ বছরের কারাদণ্ডের আবেদন করেছে তুরস্কের রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতের প্রকাশিত নথিতে এ তথ্য জানা গেছে। প্রায় ৪ হাজার পৃষ্ঠার অভিযোগপত্রে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, চাঁদাবাজি ও দরপত্র জালিয়াতিসহ নানা অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে ইমামোগলুকে অক্টোপাসের সাথে তুলনা করে বলা হয়েছে, তিনি দেশজুড়ে বিস্তৃত এক অপরাধচক্র পরিচালনা করতেন।