‘লাঙল’ নিয়ে টানাটানি তিন জাপার
জাতীয় পার্টির (জাপা) ঐতিহ্যবাহী প্রতীক লাঙল নিয়ে ফের টানাপোড়েন শুরু হয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ লাঙলের দাবি জানিয়ে বলেছে, সাম্প্রতিক কাউন্সিলে তারা নির্বাচিত হওয়ায় বৈধ নেতৃত্ব তাদের হাতেই রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) গুলশানে সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম বলেন, ৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিলে তিনি চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। তাই জি এম কাদেরের আর চেয়ারম্যান থাকার বৈধতা নেই। তার দাবি, ‘প্রতীকের মালিক কোনো ব্যক্তি নয়, আইন ও গঠনতন্ত্র অনুযায়ী বৈধ জাপাই লাঙলের দাবিদার।’