বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

সংসদ ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: আনিসুল ইসলাম

সংসদ ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: আনিসুল ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সংবিধান মানলে সংসদ ছাড়া এই মূহুর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টির যৌথ সভায় আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

এসময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 'আপনারা ভাবছেন নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচনই উত্তোরণের একমাত্র উপায় নয়। মুসোলিনি, হিটলারও নির্বাচিত হয়েছিলেন। তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে।'

নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্নে তিনি বলেন, 'জাতীয় পার্টির একাংশের এই চেয়ারম্যান বলেন, ‘আমরা যদি আগের মতো যেনতেন একটা নির্বাচন করি, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে পড়তে পারে। তাই নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে হবে।’

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে বলেছেন, 'সামনের নির্বাচনও একটা একপেশে নির্বাচন হতে যাচ্ছে। আমাদের প্রশাসন ইতোমধ্যে পলিটিসাইজ হয়ে গেছে। কোনো উর্ধ্বতন কর্মকর্তার কথা বললে আমরা আগে ভাবি যে তিনি জামায়াত পন্থী নাকি বিএনপি পন্থী নাকি আওয়ামী দোসর।'

বর্তমান  প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ