বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

জাপার মহাসচিব মামুনুর রশীদ ও আ. লীগের বাদল গ্রেফতার

জাপার মহাসচিব মামুনুর রশীদ ও আ. লীগের বাদল গ্রেফতার
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে পৃথক অভিযানে কাজী মামুনুর রশীদ ও ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি।

সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে এর আগে ধর্ষণ মামলা ও জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ নভেম্বর এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও পরে জামিনে মুক্ত হন।

অন্যদিকে নবীনগরের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তবে তাঁকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে ডিবি কিছু জানায়নি।