বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

জাকসু নির্বাচন ২০২৫

জাকসু নির্বাচন ২০২৫

এক বছরে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অর্জন ও সাফল্য

এক বছরে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অর্জন ও সাফল্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপাচার্য হিসাবে নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিবেশে উপাচার্য হিসেবে যোগদান করে তিনি অত্যন্ত সফলতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ শৃঙ্খলায় এনে অ্যাকাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্তিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন উপাচার্য। তিনি সরেজমিনে বিভিন্ন বিভাগ ও দপ্তরে গিয়ে তাদের সমস্যা ও করণীয় ঠিক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।